মোঃ মামুন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুষ্পকাটি গ্রামের মফিজুর কারিগরের ছেলে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত. আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, পারুলিয়া বাসস্টান্ড এলাকা থেকে তিন জন একটি মোটরসাইকেল সাতক্ষীরা অভিমূখে যাচ্ছিল। প্রতিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
The post সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-৩ appeared first on গোবি খবর.