নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক লীগের নেতা মেহেদী হাসান সিহাবের বাড়ি থেকে টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে টাইম বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। সিহাব ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, সিহাবের একটি নির্মাণাধীন ভবনের ইটের ঘরের বারান্দায় বোমা সাদৃশ্য বস্তটি দেখতে পায় পরিবারের লোকজন। তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে টাইম বোমা সাদৃশ্য বস্তুটি সক্রিয় নয় বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, কিভাবে বোমা সাদৃশ্য বস্তুটি তাঁর বাড়িতে এলো সেই বিষয়ে তদন্ত হচ্ছে। ঢাকা থেকে পুলিশের বোমা ডিসপোসেবল টীম আসলে বোমা সাদৃশ্য বস্তুটির প্রকৃত অবস্থা জানা যাবে।
The post গোবিন্দগঞ্জে টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার appeared first on গোবি খবর.
