বুধবার, ৯ জুন, ২০২১

মহিমাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ভূপেন্দ্র নাথ ঘোষ এর পরলোক গমন

মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে : উপজেলার মহিমাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য ও মহিমাগঞ্জ বণিক সমিতির সহ-সভাপতি ভূপেন্দ্র নাথ ঘোষ (৬১) পরলোক গমন করেছেন। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভূপেন্দ্র নাথ ঘোষ মহিমাগঞ্জের শ্রীপতিপুর ঘোষপাড়ার মৃত অনন্ত ঘোষের প্রথম পুত্র ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্র, দুই ভাই ও এক বোন রেখে গেছেন। বৃধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মহিমাগঞ্জের দেওয়ানতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এ দিকে ভূপেন্দ্র নাথ ঘোষের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, গোবিন্দগঞ্জের বিশিষ্ট শিল্পপতি বিমল কুমার সাহা বৈদ্য, মহিমাগঞ্জ ই্উপি চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ বণিক সমিতির সভাপতি আবু রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফকির, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান প্রমূখ।

The post মহিমাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ভূপেন্দ্র নাথ ঘোষ এর পরলোক গমন appeared first on গোবি খবর.



Advertiser