রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সরকারী জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল পিংনা জামে মসজিদের উত্তর পার্শ্বে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিঃ এর ২৭ শতাংশ জমি জোর পূর্বক দখলের চেষ্টা করছেন স্থানীয় প্রভাবশালী শামীম তরফদার।
পিংনা (গোপালগঞ্জ) হাটখোলা গ্রামের মৃত আলাউদ্দিন তরফদারের ছেলে জনৈক শামীম তরফদার দীর্ঘদিন ধরে সরকারী ২৭ শতাংশ জমি (মৌজা- রসপাল, বিআরএস খতিয়ান নং-৪, দাগ নং- ৪১৭) জোরপূর্বক দখল করার চেষ্টা চালিয়ে যাকরছে।এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিঃ মামলা মোকদ্দমায় রায় পেলেও প্রভাবশালী শামীম তরফদার কোর্টের রায় না মেনে জোর পুর্বক দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে বলে ওই কোম্পানীর কর্তৃপক্ষ জানান।
The post সরিষাবাড়ীতে সরকারী জমি জবর দখলের অভিযোগ appeared first on গোবি খবর.