আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আম্বাড়ীয়া এলাকায় বংশাই নদীর উপড় অবৈধ ড্রেজার মেসিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। মির্জাবাড়ী এলাকার একটি প্রভাবশালী মহল আম্বাড়ীয়া এলাকার বংশাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে তৈরী হচ্ছে বড় ধরনের গর্ত।
এলাকাবাসী জানান, এ ভাবে দিন রাত বালু উত্তোলন করলে নদীগর্ভে সৃষ্ট গর্তের ফলে বর্ষা মৌসুমে নদী তীরবর্তী ফসলি জমি,রাস্তা, বাড়ি-ঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। মির্জাবাড়ী হতে ধনবাড়ী যাতায়াতের এরাস্তাটিও ভেঙ্গে যেতে পারে বলেও জানান এলাকার লোকজন। এলাকাবাসীর দাবী এখনই দ্রুত এর ব্যাবস্হা না নিলে এলাকার ফসলি জমি,রাস্তা সহ এলাকার বাড়ি ঘর নদীগর্ভে চলে যেতে পারে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
The post মধুপুরের আম্বাড়ীয়ায় বংশাই নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন appeared first on গোবি খবর.
