লিটন সরকার, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৃথকভাবে গতকাল শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৫ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত ১৪দিন এই ক্যাম্পেইন পৌরশহরসহ উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুসহ স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, উপজেলার প্রায় ১৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস ২৯ দিনের এক হাজার ৫০০ শিশু এবং ১ থেকে ৫ বছরের ১২ হাজার শিশু।অপরদিকে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে স্থানীয় ঢাকামোড়ে আনুষ্ঠানিকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, স্যানেটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন, স্বাস্থ্য সহকারী কহিনুর বেগম, টিকাদান সুপারভাইজার শেখ সোহরব আলী হিরা প্রমুখ।পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, পৌরএলাকায় ২৬টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৭০০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
The post ফুলবাড়ীতে পৃথকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন appeared first on গোবি খবর.