রবিবার, ৬ জুন, ২০২১

বোকা জুনিয়র্সকে বিদায় জানালেন তেভেজ

গোবিখবর ডেস্ক : ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সকে বিদায় জানানোর ঘোষনা দিয়েছেন অভিজ্ঞ আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। তবে পুরোপুরি ভাবে ফুটবলকে বিদায় জানাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করেননি এই ফরোয়ার্ড।৩৭ বছর বয়সী তেভেজ ক্লাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার রক্ত লাল নয়, বরং নীল ও হলুদ। পরিবারের সাথে আপতত কিছুদিন সময় কাটানোর জন্যই প্রিয় ক্লাবকে বিদায় জানাতে হচ্ছে। আর্জেন্টিনার হয়ে আমার ক্যারিয়ারের এখানে সমাপ্তি হলো। আমি সবসময়ই বলেছি একটিমাত্র ক্লাবেই আমি খেলতে চাই সেটা হলো বোকা, এতে কোন সন্দেহ নেই।’

কথাগুলো বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি আরো বলেন, ‘বোকা আমাকে আমার সর্বোচ্চটা দিতে বলেছিল। কিন্তু মানসিক ভাবে আমি আর সেই পর্যায়ে নেই। এমনকি আমি আমার বাবার মৃত্যুর পরেও পরিবাবের সাথে সময় কাটাতে পারিনি, আমাকে আবারো খেলায় ফিরতে হয়েছে।’ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের সাবেক এই ফরোয়ার্ড গত ফেব্রুয়ারিতে কোভিডে আক্রান্ত ৫৮ বছর বয়সী বাবা সেগুনডো তেভেজকে হারিয়েছেন।আর্জেন্টিনার বাইরে নতুন কোন ক্লাবের সাথে কোন ধরনের আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তেভেজ জানিয়েছেন এখনো তিনি জানেননা পরবর্তীতে কি করবেন। তেভেজ বলেন, ‘আমি কখনই এই মুহূর্তটি আসুক তা চাইনি। কিন্তু আমাকে বলতেই হচ্ছে আমি আর এই ক্লাবের সাথে নেই। যদিও আমি পাকপাকিভাবে এই জার্সিটিকে বিদায় জানাচ্ছি না, খুব শিগগিরই আমি আবারো এখানে আসবো। আমি সবসময়ই এই ক্লাবের সাথেই আছি, শুধুমাত্র খেলোয়াড় হিসেবে আজ চলে যাচ্ছি।’

বোকা সভাপতি জর্জ আমেল বলেছেন, ‘আমরা তাকে খেলা চালিয়ে যাবার অনুরোধ জানিয়েছিলাম। আমাদের জন্য সে কখনই চলে যাবার নয়, আমরা তাকে যেতে দিতে পারিনা।’তেভেজের সাথে বোকা জুনিয়র্সের বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ছিল। কিন্তু চুক্তি শর্তানুযায়ী ছয়মাস আগে তিনি ক্লাব ত্যাগের যোগ্যতা অর্জন করেছেন।আর্জেন্টিনার আধুনিক ফুটবলে অন্যতম জনপ্রিয় এই ফরোয়ার্ড দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকুয়েলমে ও মার্টিন পালেরমোর পর বোকার বর্তমান কিংবদন্তী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বুয়েন্স আয়ার্সে একটি দরীদ্র পরিবারে জন্মগ্রহণকারী তেভেজ ২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে বোকায় ক্যারিয়ার শুরু করেছিলেন। দুই বছর পর এই ক্লাবের হয়ে আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশন ও কোপা লিবারেটেডরসের শিরোপা জয় করেন। ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবার পর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন। এরপর ম্যানচেস্টার সিটিতে গিয়ে ২০১২ সালে আবারো লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখান।

এরপর সিরি-এ লিগে জুভেন্টাসের হয়ে দুটি শিরোপা জয়ের পর ২০১৫ সালে আবারো বোকায় ফিরে আসেন। ২০১৭ সালে চাইনিজ সুপার লিগে সাংহাই সেনহুয়া ক্লাবে আকর্ষণীয় বেতনে যোগ দেন। পুনরায় বোকায় ফিরে আসার আগে তিনি ঐ ক্লাবে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে খেলেছেন। দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে তিনি বোকার হয়ে আরো চারটি লিগ শিরোপা জিতেছেন।আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে ৭৬টি ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। কিন্তু কোপা আমেরিকা ফাইনালে তিনবার খেলা ছাড়া তেমন কোন সাফল্য পাননি। দুটি বিশ্বকাপে অংশ নেয়া ছাড়াও আর্জেন্টিনার অনুর্ধ্ব-২৩ দলের হয়ে ২০০৪ সালে অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছেন।

খবর বাসস

The post বোকা জুনিয়র্সকে বিদায় জানালেন তেভেজ appeared first on গোবি খবর.



Advertiser