বুধবার, ৩০ জুন, ২০২১

ধামইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৫শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা (রোপা আমন) কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

এ কর্মসূচীর আওতায় উপজেলার ৪শত ৬০ জন কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানবীজ ৫কেজি এবং ডিএপি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। এছাড়া ১শত ১০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধানবীজ এবং ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোসা.আফরিনা পারভীন,সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন,উপসহকারি কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী,উপসহকারি কৃষি কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

The post ধামইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ appeared first on গোবি খবর.



Advertiser