নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুর রশিদ খাজা (৫০) নামের এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ পলুপাড়া করতোয়া নদী থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত খাজা বোগদহ পলুপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌর এলাকার খলসি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত খাজার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামায শেষে তিনি প্রতিদিনের ন্যায় প্রাতভ্রমণে বের হন। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বৃহস্পতিবার দিনব্যাপী তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে এক মাঝি করতোয়া নদীরে মাছ ধরতে গেলে পলুপাড়া ব্রীজের প্রায় ১৫০ মিটার দূরে তার লাশ পড়ে থাকতে দেখে নিহতের বাড়িতে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, নিহতের মাথা আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ব্রীজ থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
The post গোবিন্দগঞ্জে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার appeared first on গোবি খবর.
