সোমবার, ৭ জুন, ২০২১

ফুলছড়িতে বহুখাত ভিত্তিক পুষ্টি বিষয়ক কর্মশালা

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে বহুখাত ভিত্তিক অংশীজনের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুন) সকালে ফুলছড়ি উপজেলা সদরের নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইকো কো-অপারেশন এবং আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সাসটেইন্ড অপরচ্যুনিটি ফোর নিউট্রিশন গভারনেন্স (সঙ্গ) প্রকল্পের আয়োজনে বহুখাত ভিত্তিক পুষ্টি সংবেদনশীলতা সৃষ্টির লক্ষে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রাইভেট সেক্টর, মিডিয়া, সুশীল সমাজ, শিক্ষক ও ধর্মীয় প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

প্রকল্পের স্থানীয় পুষ্টি সুশাসনের ধারনা, পুষ্টি ও অপুষ্টির চক্র এবং অপুষ্টির কারন থেকে উত্তরনের উপায় বহুখাত ভিত্তিক তথ্য ও উপাত্ত তুলে ধরেন সঙ্গ প্রকল্পের ফুলছড়ি উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ মাহবুবার রহমান হীরক। অন্যান্যের কর্মশালায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, উপজেলা ফেডারেশনের সভাপতি লাকী বেগম, শিক্ষক শিরিন আকতার, ইমাম আনোয়ার হোসেন, বিক্রয় প্রতিনিধি মনিরুজ্জামান, সঙ্গ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মিঠুন চন্দ্র সরকার প্রমুখ।

The post ফুলছড়িতে বহুখাত ভিত্তিক পুষ্টি বিষয়ক কর্মশালা appeared first on গোবি খবর.



Advertiser