রবিবার, ২৭ জুন, ২০২১

বঙ্গবন্ধু ডিপিএলে সর্বোচ্চ রান মিজানুরের

গোবিখবর ডেস্ক : গতকাল শেষ হওয়া বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন  ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান। ১১ ম্যাচের ১০ ইনিংসে ৪১৮ রান করেছেন তিনি। ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন মিজানুর। ব্যাটিং গড়- ৫২ দশমিক ২৫।দ্বিতীয় সর্বোচ্চ রান যুব বিশ্বকাপ জয়ী খেলোয়াড় মাহমুদুল হাসান জয়ের। ওল্ড ডিওএইচএসের হয়ে খেলা জয় ১৩ ম্যাচের ১২ ইনিংসে ৩৯২ রান করেছেন। এবারের আসরে তার ব্যাট থেকে এসেছে ২টি হাফ-সেঞ্চুরি। এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসানের। ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৯ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। দলের বিপদে বেশ কয়েকটি ইনিংস খেলে ফিনিশিং টেনেছেন তিনি। এতে দলও জয় পেয়েছে। ঘরোয়া আসরের পারফরমেন্সে ২০১৮ সালের পর আবারো জাতীয় দলে সুযোগ পান নুরুল। আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য সিরিজের তিন ফরম্যাটেই নাম রয়েছে নুরুলের।

চতুর্থ সর্বোচ্চ রান গাজী ক্রিকেটার্সের মোমিনুল হকের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুল ৩৮৫ রান করেন। ২০১৪ সালে দেশের হয়ে সর্বশেষ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন  আসরে  ২টি হাফ-সেঞ্চুরি করা মোমিনুল। এবারের আসরের চ্যাম্পিয়ন আবাহনীর ওপেনার মোহাম্মদ নাইম আছেন পঞ্চম স্থানে। ৩৭৫ রান করেছেন তিনি।
বঙ্গবন্ধু ডিপিএলের  শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড়    ম্যাচ    ইনিংস    রান    গড়    ১০০    ৫০
মিজানুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন)    ১১    ১০    ৪১৮    ৫২.২৫    ১    ৩
মাহমুদুল হাসান জয় (ওল্ড ডিওএইচএস)    ১৩    ১২    ৩৯২    ৪৩.৫৫    ০    ২
নুরুল হাসান (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)     ১৬    ১৫    ৩৮৯    ৩৫.৩৬    ০    ১
মোমিনুল হক (গাজী গ্রুপ ক্রিকেটার্স)    ১৭    ১৫    ৩৮৫    ৩৫.০০    ০    ২
মোহাম্মদ নাইম (আবাহনী)    ১৬    ১৫    ৩৭৫    ২৮.৮৪    ০    ১

খবর বাসস

The post বঙ্গবন্ধু ডিপিএলে সর্বোচ্চ রান মিজানুরের appeared first on গোবি খবর.



Advertiser