মোস্তফা কামাল সুমন: অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির কিংবদন্তিতুল্য নেতা। আমৃত্যু তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন জাতীয় সংসদ সদস্য। উপজেলায় বিএনপির নেতাকর্মীদের নিজের সন্তানের চেয়ে বেশি আপন করে আগলে রেখেছিলেন তিনি। তাঁর ছায়ায় বিএনপির পেয়েছিল প্রাণ ও উত্থান। আপদমস্তক জাতীয়তাবাদী এই নেতার আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী। তাঁর অকাল প্রয়াণের পর উপজেলায় বিএনপিতে চলছে দৈন্যদশা। বিএনপি প্রতিষ্ঠার পর হাল আমলে এই প্রথম আহবায়ক কমিটি স্থগিতের মত ঘটনাও ঘটেছে।
অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল একজন শিক্ষাবিদ হিসেবেও সর্বজনবিদিত। তিনি হাকিমপুর বর্তমান সরকারি কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বহুবার নির্বাচিত হয়েছেন শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে। তাঁর পিতার শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল পিতার পদাঙ্ক অনুসরণ করে নিজে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি একটানা ২৬ বছর থানা/উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী আদর্শের মানুষের প্রাণের নেতা ছিলেন অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল। তিনি উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুধু অভিভাবক ছিলেন তিনি ছিলেন তাদের প্রাণের মানুষ।
বর্তমানে সারাদেশেই বিএনপির জন্য একটু বেশি কঠিন সময় যাচ্ছে। সেই ধারার ছোঁয়া যেন আরো বেশি প্রকট আকারে দেখা দিয়ে গোবিন্দগঞ্জে। এই প্রথম গোবিন্দগঞ্জে বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্য দেখা দিয়ে। কার্যত বর্তমানে উপজেলা বিএনপির কোন কমিটি নাই। দলীয় কোন্দলের জেরে কেন্দ্র থেকে স্থগিত করা হয়েছে আহবায়ক কমিটি। শুধু বিএনপি নয় অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোতে গ্রæপিং মাথা চাড়া দিয়ে উঠছে।
নিরহংকার অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের অকাল প্রয়াণে গোবিন্দগঞ্জে বিএনপি যেন খেল হারিয়ে ফেলেছি। যে মানুষটি শত ধারাকে এক করে দীর্ঘদিন আগলে রেখেছিল উপজেলায় বিএনপিকে। হঠাৎ তাঁর প্রস্থান যেন সব ভেংগে চুড়ে গেছে। পরপারে ভালো থাকবেন অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল।
The post কিংবদন্তিতুল্য নেতার বিদায় এবং বর্তমানে গোবিন্দগঞ্জে বিএনপির রাজনীতি appeared first on গোবি খবর.