নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মর্টার সেল গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের মাঠে সেনাবাহিনীর ৯ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন মর্টার সেলটি নিক্রিয় করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, নিক্রিয় করা মর্টার সেলটি সক্রিয় ছিল। ক্যাপ্টেন আবু সালেহের নেতৃত্বে সেলটি নিক্রিয় করা হয়। এই সেলটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পৌর এলাকার খলসী চাঁদপুরের করতোয়া নদী থেকে এই মর্টার সেলটি উদ্ধার করা হয়। মর্টার সেলটি ২৫ ইঞ্চি লম্বা ছিল।
The post মুক্তিযুদ্ধে ব্যবহৃত গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া মর্টার সেল নিক্রিয় করলো সেনাবাহিনী appeared first on গোবি খবর.
