মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ভূয়া কাজীর দ্বারা গোবিন্দগঞ্জে হচ্ছে বিয়ে বাড়ছে বাল্য বিবাহ

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্য বিবাহের হিড়িক পড়েছে। সরকারের নির্দেশনা অমান্য করে একের পর এক বাল্য বিয়ে হচ্ছে। আর এসবের পিছনে রয়েছে ভূয়া কাজীর দৌড়ত্ব। নিজ এলাকার কাজীকে বাদ দিয়ে চুপিসারে আইন মন্ত্রণালয়ের নিয়োগ না পাওয়া কাজীদের দ্বারা এই বিবাহের আয়োজন করা হচ্ছে। এবিষয়ে উপজেলার শালমারা ইউনিয়নের আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত কাজী আব্দুল কাদের আকন্দ জুন মাসের শুরুতে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, তাঁর এলাকায় বাল্য বিবাহ বহুগুন বেড়ে গেছে। আর এই বাল্য বিবাহ বৃদ্ধিতে সহায়তা করছে ইউনিয়নের উজিরের পাড়া বাইগুনি গ্রামের মৃত হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক। রফিক আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত কোন কাজী নয়। তিনি পার্শ্ববর্তী উপজেলা বগুড়ার সোনাতলার কাজীর নাম বিহীন সিল ব্যবহার করে এই বাল্য বিবাহ পড়াচ্ছেন। তাঁর কারণে শালমারা ইউনিয়নে বাল্য বিবাহ বহুগুন বেড়ে গেছে।

এবিষয়ে অভিযোগকারী কাজী আব্দুল কাদের আকন্দ জানান, তিনি সরকারের ঘোষণা অনুসারে বাল্য বিবাহ রোধে কাজ করে যাচ্ছেন। কিন্ত রফিক বিভিন্ন কাজীর নাম ব্যবহার করে এই সব বাল্য বিবাহ রেজিষ্ট্রি করতেন। তিনি আরো জানান, রফিক ভূয়া বিবাহ রেজিষ্ট্রি এর সাথেও জড়িত। গত ২৮ মে তাঁর নিজ গ্রামে এমন একটি ভূয়া রেজিষ্ট্রি করান।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল হোসেন লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post ভূয়া কাজীর দ্বারা গোবিন্দগঞ্জে হচ্ছে বিয়ে বাড়ছে বাল্য বিবাহ appeared first on গোবি খবর.



Advertiser