মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

মুজিব শতবর্ষে জরমনদী  স্কুলে ১২১টি বৃক্ষ রোপন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  মুজিব শতবর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতের ১২১টি গাছের চারা রোপন করা হয়েছে। আজ মঙ্গলবার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শাহজাহান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক রেজাউল ইসলাম, হযরত বেল্লালসহ বিদ্যালয়ের  সহকারি শিক্ষক লিলি বেগম, শফিউল আলম, মোস্তাফিজার রহমান, খন্দকার আহসান হাবীব, আংগুর মিয়াসহ-কর্মচারীগণ। বিদ্যালয়টির বাউন্ডীর ভিতরে এবং বাহিরে আম, জাম, কাঁঠাল, বকুল, জলপাই, আমড়া, ইউক্লিটাসসহ বিভিন্ন প্রজাতের ১২১টি গাছের চারা রোপন করা হয়।

The post মুজিব শতবর্ষে জরমনদী  স্কুলে ১২১টি বৃক্ষ রোপন appeared first on গোবি খবর.



Advertiser