আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ পুষ্টি, মেধা,দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদশর্নীর আয়োজন, এই স্লোগানকে সামনে রেখে মধুপুর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতাল মধুপুর এর আয়োজনে এবং প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রানিসম্পদ প্রদর্শনী ২০২১এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ৬ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, প্রানিসম্পদ কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন। এসময় প্রাণিসম্পদ প্রদশর্নী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার খামারিগন উপস্হিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে খামারিদের ৫ ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়।
The post টাঙ্গাইলের মধুপুরে প্রাণি সম্পদ প্রদশর্নী অনুষ্ঠিত appeared first on গোবি খবর.