রবিবার, ৬ জুন, ২০২১

ঘোড়াঘাটে ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার

মনজুরুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ২৯ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, আজ ৬ই জুন রোববার বিরামপুর উপজেলার মলি­কপুর গ্রামের ইসলাম হোসেনের ছেলে তাইমূল ইসলাম (১৯) ফেনসিডিল গুলো নিয়ে একটি ডিসকভার মোটর সাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিল।

এমতঃসময় গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সকাল ৭টায় ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে এস,আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘোড়াঘাট পৌর কারিগরি বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ওই সময় মোটর সাইকেল সহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

The post ঘোড়াঘাটে ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার appeared first on গোবি খবর.



Advertiser