পটুয়াখালীর কলাপাড়ায় রাকিবুল (২২) নামের এক ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (২৯ জুলাই) রাত দশটার দিকে উপজেলার তেগাছিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ সাধারণ সম্পাদক।
আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, মোটরসাইকেলযোগে তেগাছিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় ওই এলাকায় পৌঁছালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতাল নিয়ে আসে।
পরে কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় দুই পক্ষের লোকজন হতাহত হয়েছেন। একজনের হাতের কব্জি ও অপরজনের হাতের রগ কেটে গেছে। থানায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএইচ/এমকেএইচ