রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে ছাড়বে স্বপ্নের মেট্রোরেল। প্রথম দিন পরীক্ষামূলকভাবে আসবে মিরপুর-১২ নম্বর পর্যন্ত। তারপর আবার ফিরে যাবে উত্তরা ডিপোতে। ঢাকার বুকে প্রথম মেট্রোরেল চলার স্মরণীয় এ দৃশ্য দেখতে যেন তর সইছে না সিদ্দিকুর রহমানের। তাইতো সকাল ৮টা থেকে মিরপুর-১২ নম্বরের একটি বহুতল ভবনে গিয়ে অবস্থান নিয়েছেন ৭০ বছর বয়সী এ মানুষটি।
রোববার (২৯ আগস্ট) পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের। এদিন ট্রেনটিতে কোনো যাত্রী পরিবহন করা হবে না। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেনের এ চলাচলকে বলা হচ্ছে ‘পারফরম্যান্স টেস্ট’।
মেট্রোরেল দেখতে সুউচ্চ ছাদে অবস্থান নেয়া সিদ্দিকুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে জাগো নিউজকে বলেন, ‘মেট্রোরেল দেখতে সকাল আটটা বাজে এসেছি। কিন্তু ট্রেন এখনো আসছে না। কোনো সমস্যা হরো কি-না কে জানে? আমরা খবরে জেনেছি, আজ ট্রেন যাবে। তাই দেখতে এসেছি।’
মেট্রোরেল দেখতে এতো আগ্রহ কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একটা নতুন বিষয়।
জীবনে বহুবার ট্রেনে চড়েছি, বিভিন্ন জায়গায় ট্রেনে ঘুরে বেড়িয়েছি। কিন্তু এটা এমন এক ট্রেন যেটা আমরা আগে কখনও দেখিনি। এটার একটা আলাদা আকর্ষণ ও আবেদন আছে। ফ্লাইওভারের ওপর দিয়ে ট্রেন যাবে, আমাদের জন্য এটা একেবারেই নতুন দৃশ্য। ফ্লাইওভারের ওপর দিয়ে মানুষের হাঁটাচলা, বাস কিংবা অন্য যানবাহন চলাচল দেখেছি, এবার ট্রেন চলতেও দেখবো।’
মিরপুর-৬ নম্বরের প্রবীণ এ বাসিন্দা আরও বলেন, ‘ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করি। পরিবারের অন্য সদস্যরা বাগেরহাটে থাকেন।’
মেট্রোরেল চালু হলে মিরপুরের যানজট অনেকটাই কমবে, এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘মিরপুরে এখন থেকে যানজট কমে যাবে। এটা কোথাও জ্যামে পড়বে না। সরাসরি চলে যাবে। বহু মানুষের সময়ও বাঁচবে। এই উড়াল ট্রেনে চড়তে পারলে ভালোই লাগতো।’
এসএম/এমকেআর/এমএস