সোমবার, ৩০ আগস্ট, ২০২১

খুলনা বিভাগে আরও ৫ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭১ জনের।

সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৭৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৯৪ জন।

আলমগীর হান্নান/এফআরএম/জেআইএম



Advertiser