সোমবার, ৩০ আগস্ট, ২০২১

আট কিলোমিটার সড়কে পাশাপাশি চলতে পারে না দুটি ট্রাক

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া থেকে বর্ষাইল বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। পাকা সড়কের পিচ উঠে অসংখ্য স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। সড়কটি মেরামতসহ প্রশস্থ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের হাঁপানিয়া বাজার থেকে বর্ষাইল ইউনিয়নের বর্ষাইল বাজার পর্যন্ত সড়কটির দূরত্ব সাড়ে সাত কিলোমিটার। সড়কটি হাঁপানিয়া বাজার থেকে বর্ষাইল বাজার হয়ে জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাট যাওয়ার সহজ পথ। প্রতিদিন এ রাস্তাটি দিয়ে অসংখ্য ট্রাক, ট্রাক্টর, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলসহ অন্য যানবাহন চলাচল করে। তবে রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তে বৃষ্টির পানি জমে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

jagonews24

চকআতিতা গ্রামের সুইট ও মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। রাস্তাটি এতোই সরু যে পাশাপাশি দুটি ট্রাক চলতে পারে না।

লক্ষ্মীপুর ডাঙাপাড়া গ্রামের আলাউদ্দিন বলেন, অপরকিল্পতভাবে রাস্তার পাশে স্থাপনা গড়ে ওঠায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। রাস্তাটি প্রশস্ত করাও দরকার।

jagonews24

বর্ষাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামসুজ্জোহা বলেন, রাস্তার দুই পাশে অপরিকল্পিতভাবে চালকল গড়ে ওঠায় বৃষ্টির পানি নেমে যেতে পারে না। রাস্তায় পানি জমে থাকায় পিচ উঠে গেছে। বিষয়গুলো নিয়ে আমরা মাসিক সভায় একাধিকবার আলোচনা করেছি।

নওগাঁ সদর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, সড়কটি মেরামতের জন্য প্রায় চার কোটি ১৬ লাখ টাকার টেন্ডার হয়েছে। আগামী মাসের মধ্যেই মেরামতের কাজ শুরু হবে।

এসআর/জেআইএম



Advertiser