করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে চালু করা হয়েছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট ।
শনিবার (২৮ আগস্ট) সকালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
তিনি বলেন, প্ল্যান্টটি চালুর ফলে করোনায় আক্রান্ত রোগীরা সিলিন্ডার ছাড়াই অক্সিজেন সেবা নিতে পারবেন।
জেলা সিভিল সার্জন ডা.মো শামস উদ্দিন বলেন, অক্সিজেন লিকুইড প্ল্যান্টটি চালু হওয়ায় একসঙ্গে অনেক রোগীকে অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে। এতে রোগীদের অক্সিজেনর অভাবে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যাবে। এছাড়া অক্সিজেনের জন্য বিভিন্ন হাসপাতালে রোগীদের ঘুরতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান, হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা.রফিকুল ইসলামসহ আরও অনেকে।
লিপসন আহমেদ/ এফআরএম/এএসএম