চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে ও প্রাণ-আরএফএল গ্রুপের সহায়তায় প্রতিবন্ধী, অসহায় ও কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর পুলিশ লাইন মাঠে এসব খাদ্য সহায়তা অসহায়দের হাতে তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ। খাদ্য সহায়তা মধ্যে ছিল চাল, ডাল, তেল, বিস্কুট, নুডলস ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, ‘পাশে আছি বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপ সারা বাংলাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রাণ-আরএফএল গ্রুপের চাঁদপুরের একজন ডিরেক্টরের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকায় আমি তাকে চাঁদপুরে কিছু ত্রাণ সহায়তা দেয়ার জন্য সুপারিশ করি। তারই পরিপ্রেক্ষিতে উনি ৫০০ ব্যাগ ত্রাণ সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিশেষ শাখার কর্মকর্তা মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ প্রমুখ।
নজরুল ইসলাম আতিক/এসআর/জিকেএস