রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে কাইনেটিক

করোনাকালে সাইকেল ও বাইকের চাহিদা বেড়েছে পৃথিবীর সব দেশে। এই চাহিদার কথা মাথায় রেখে ভারতের কাইনেটিক এনার্জি ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে। কিছু দিনের মধ্যে এটি লঞ্চ হবে।

জানা গেছে, পুরোনো দিনের লুনা মোপেড নতুন করে লঞ্চ করবে কাইনেটিক। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরেই ইলেকট্রিক মোপেড লঞ্চ করবে কাইনেটিক। এই মোপেডে ব্যাটারি রেঞ্জ ভালো পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

jagonews24

নব্বইয়ের দশকে ৫০ সিসির কাইনেটিক মোপেড খুব জনপ্রিয় হয়েছিল। তবে ২০০০ সালের পর সেই মোপেডের উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানি। ইলেকট্রিক লুনার সঙ্গে পুরনো ডিজাইনের অনেকটাই মিল থাকবে।

কাইনেটিক লুনাতে ১ ডব্লিউ-এর মোটর থাকবে। ফুল চার্জে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করা যাবে। এর গতি হবে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এটি লো স্পিড ভেহিকেল। এতে এলইডি লাইট, ডিআরএল, ইউএসবি চার্জার, ডিজিটাল ডিসপ্লে থাকবে।

এমএমএফ/জিকেএস



Advertiser