বগুড়ার শেরপুরে কালো পাথরের একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
রোববার (২৯আগস্ট) দিনগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের একটি বসতবাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
সোমবার (৩০আগস্ট) বেলা ১১টায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি ওই গ্রামে একটি পুকুর খনন করা হয়। সবুজ শীল নামে এক কিশোর সেখানে গোসল করতে নেমে বিষ্ণু মূর্তিটি পান। পরে মূর্তিটি বাড়ি নিয়ে যান তিনি। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হলে বিষয়টি পুলিশকে জানান তিনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। কালো পাথরের মূর্তিটির ওজন সাত কেজি তিনশ গ্রাম।
তিনি আরও জানান, এটি বিষ্ণু মূর্তি বলে নিশ্চিত করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মূর্তিটি প্রতœতত্ত¡ অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এফআরএম/জিকেএস