চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্দরের মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসতে থাকা বন্দরের একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে রেলওেয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাশ গুপ্ত জাগো নিউজকে বলেন, আমরা একটু আগে ঘটনাস্থলে পৌঁছেছি। এখন উদ্ধারপ্রক্রিয়া চলছে। ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচলে খুব বেশি সমস্যা হবে না।
মিজানুর রহমান/ইউএইচ/জেআইএম