বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

মেসিসহ ও মেসিবিহীন বার্সেলোনার পার্থক্য কেমন?

১৭ বছরের মধ্যে প্রথমবার লিওনেল মেসিকে ছাড়া খেলছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মেসির নতুন ঠিকানা হয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। যেখানে এরই মধ্যে চার ম্যাচ খেলে ফেলেছেন তিনি এবং পেয়েছেন প্রথম গোলের দেখা।

এদিকে গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া স্প্যানিশ লা লিগার মধ্য দিয়ে মেসিবিহীন যুগে প্রবেশ করেছে বার্সা। লা লিগা কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগ- কোনো টুর্নামেন্টেই সুবিধাজনক অবস্থানে নেই তারা। লা লিগার পয়েন্ট টেবিলে রয়েছে ছয় নম্বরে আর চ্যাম্পিয়নস লিগে হেরে গেছে প্রথম দুই ম্যাচেই।

এটি কি তবে মেসি চলে যাওয়ার প্রভাব? বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের অনুপস্থিতিই কি ভোগাচ্ছে বার্সেলোনাকে? মেসিকে সহ গত কয়েক মৌসুমের শুরুটা কেমন ছিলো তাদের? সে তুলনায় এবারের শুরুটা ঠিক কোথায় থাকবে?

এসবকিছুর বিশ্লেষণ করেছে জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম। তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বার্সেলোনার সবশেষ ছয় মৌসুমের শুরুর ৬ ম্যাচের পরিসংখ্যান। যেখানে স্পষ্ট বার্সেলোনার দুর্দশা রাতারাতি হয়ে যায়নি। অনেকদিন ধরেই চলছিলো এটি।

চলতি মৌসুমে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে কোনোটি হারেনি বার্সা। তিনটি করে জয় ও ড্রয়ে পাওয়া ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ছয় নম্বরে। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শীর্ষে রয়েছে ১৭ পয়েন্ট নিয়ে। তবে তারা বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।

মেসির বিদায়টি বার্সার জন্য বড় ধাক্কা হলেও গত দুই মৌসুমের চেয়ে এবার তুলনামূলক ভালো শুরুই করেছে তারা। ২০১৯-২০ মৌসুমের প্রথম ছয় ম্যাচে তিন জয়, দুই পরাজয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট ছিলো কাতালান ক্লাবটির। আর ২০২০-২১ মৌসুমে দুইটি করে জয়-পরাজয়-ড্রয়ে মাত্র ৮ পয়েন্ট পেয়েছিলো তারা।

এছাড়া ২০১৬-১৭ ও ২০১৮-১৯ মৌসুমেও খুব ভালো ছিলো না বার্সেলোনার শুরুটা। এ দুই আসরেই প্রথম ছয় ম্যাচে চার জয়, এক পরাজয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট অর্জন করেছিলো ব্লাউগ্রানারা। তবে ২০১৭-১৮ মৌসুমে ছয় ম্যাচের সবকয়টি জিতেছিলো বার্সেলোনা।

অর্থাৎ গত ছয় মৌসুমের শুরুটা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গত দুই আসরের চেয়ে ভালো শুরুই করেছে বার্সেলোনা। এছাড়া দুইটি মৌসুমে চলতি মৌসুমের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি পেয়েছিলো তারা। তাই এবারের শুরুটা বাজে হলেও, তা নতুন কিছু নয় বার্সেলোনার জন্য।

এসএএস/এএসএম



Advertiser