নূর হোসেন রেইন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ (৯ম বর্ষ) ২০২১ গতকাল বুধবার কবিতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার।
বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান সহ আরো অনেকে। প্রথম দিনে খেলায় বিভিন্ন জেলা থেকে আগত ২০টি দল অংশ নেয় । আজ এ খেলা ফাইনাল হবে বলে জানা গেছে।
The post সাঘাটায় যমুনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ appeared first on গোবি খবর.