বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জে নৌকায় চাঁদাবাজির সময় আটক ১০

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালি-পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-জামালগঞ্জ উপজেলার বাসিন্দা এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০), আব্দুনুর (৬২) ওমানিক মিয়া (৬৩)।

র‌্যাব জানায়, সুরমা নদীতে দুটি নৌকায় চড়ে বালি পাথর বোঝাই নৌকা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন আটকরা। যারা চাঁদা দিতে রাজি হতেন না তাদের ওপর নির্যাতনও করতেন তারা। বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে তাদের আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে আটটি লোহার রড, একটি ছুরি, নয়টি মোবাইল, নগদ ২২৩০ টাকা উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিঞ্চন আহমেদ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছিল। বৃহস্পতিবার ভোরে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

লিপসন আহমেদ/ এফআরএম/জিকেএস



Advertiser