রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে একটি গাড়ির ধাক্কায় মুমতাহিনা পিয়া (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বলেন, ফ্লাইওভারের কুতুবখালী টোলপ্লাজার পাশে চলন্ত মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে যায় ওই তরুণীর। মোটরসাইকেল থামিয়ে চাকায় জড়িয়ে যাওয়া বোরকা বের করতে গেলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এসআই আরও বলেন, দুই মাস আগে লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের সঙ্গে টেলিফোনে বিয়ে হয় মুমতাহিনা পিয়ার। শনিবার বিকেলে কেনাকাটার করার জন্য মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। কেনাকাটা শেষে বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, নিহত পিয়া মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামের ইকবাল ভূঁইয়ার মেয়ে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাতক যানবাহনটি শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান এসআই মাহমুদা রহমান।
বিএ/এমএস