শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কামাড়পাড়া ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও গৌরাঙ্গের স্ত্রী তমা রানী ঘোষ (২০)।

স্থানীয়রা জানান, গৌরাঙ্গ ষোষ মিষ্টির দোকানে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় দোকানে কাজ শেষে বৃহস্পতিবারও (২৮ অক্টোবর) নিজ ঘরে ঘুমাতে যান তিনি। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও কোন সাড়া না পাওয়ায় দরজা ভাঙা হয়। এ সময় দুজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

ইউসুফ দেওয়ান রাজু/ইউএইচ/এমএস



Advertiser