রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

কুয়েতে পণ্য কিনে টাকা না দিয়ে বাংলাদেশিকে গাড়িচাপা

জিসান মাহমুদ

কুয়েতে খাবার ও পানীয় পণ্য কিনে মূল্য পরিশোধ না করে এক বাংলাদেশিকে গাড়িচাপা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ অক্টোবর) কুয়েতের রাহিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাবার ও পানীয় পণ্য কিনে মূল্য পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন তারা। টাকা নেওয়ার জন্য ওই বাংলাদেশি গাড়ির সামনে দাঁড়ালে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ঘাতকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত প্রবাসীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

এমআরএম/এমএস



Advertiser