রাজধানীর রামপুরার বউবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম আলমগীর হোসেন (৩৫) মারা গেছেন।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাাল মর্গে আনা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহত আলমগীরের ভাই জুলহাস জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার মিত্যানয়াপাড়া গ্রামে। বাবার নাম আতস আলী। আলমগীর দুই সন্তানের জনক ছিলেন।
এমআরআর/এএসএম