শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

লালপুরে খাস পুকুর নিয়ে সংঘর্ষে নিহত ১

নাটোরের লালপুরে খাস পুকুর নিয়ে দু'পক্ষের সংঘর্ষে মোখলেসুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান একই গ্রামের সইমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকার একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে সাহাবুল গ্রুপের সঙ্গে বাদশা গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বাদশা গ্রুপের হামলায় সাহাবুল গ্রুপের মখলেসুর রহমান গুরুতর আহত হয়। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, পরিস্থিতি নিযন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষই মামলা করেনি। ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এএইচ/এমএস



Advertiser