রবিবার, ৩ অক্টোবর, ২০২১

মৃত্যুর পরও ভাইকে বুকে জড়িয়ে ধরে ছিল ভাই

ময়মনসিংহের মুক্তাগাছায় খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের শশা লক্ষ্মীপুর জয় বাজার সংলগ্ন খালে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলো-উপজেলার তারাটি ইউনিয়নের আল্লাল কামারের দুই শিশু ছেলে সিদ্দিক (৫) ও সজীব (৮)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির সবার অজান্তে শনিবার দুপুরে দুই ভাই একসঙ্গে গোসল করতে পাশের খালে যায়। অনেক সময় পার হওয়ার পরও তারা বাড়ি না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। এসময় স্থানীয়রা খালের পাড়ে দুই শিশুর জামা-কাপড় দেখতে পেয়ে খালে খোঁজাখুজি শুরু করে। পরে রাত ৮টার দিকে খাল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর দেখা যায় এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে ধরে আছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

মঞ্জুরুল ইসলাম/এফআরএম/জেআইএম



Advertiser