শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

স্ত্রী পরীক্ষা কেন্দ্রে, সন্তান নিয়ে বাইরে স্বামীর অপেক্ষা

স্ত্রী ফারজানা ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি দিচ্ছেন। তাই বাইরে সন্তানসহ অপেক্ষায় কলেজ শিক্ষক স্বামী দেলোয়ার সৌরভ। শুক্রবার রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে দেখা যায় এ চিত্র।

সেই সকাল থেকে শিশু সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন দেলোয়ার সৌরভ। কখনো একটু হাঁটাহাঁটি করছেন। আবার ফিরে এসে দাঁড়াচ্ছেন স্কুলের গেটে। সকাল ৯টায় শুরু করে দুপুর ১২টা পর্যন্ত দেলোয়ার সৌরভ এভাবেই সন্তান নিয়ে অপেক্ষা করছেন।

জাগো নিউজকে তিনি জানান, ছোট বাচ্চা নিয়ে স্ত্রী সেভাবে পড়াশোনা করতে পারেনি। যখন পড়তে বসে বাবু তখনই বইয়ের উপর বসে পড়ে। এভাবেই সে প্রস্তুতি নিয়েছে। যেহেতু সে ইংরেজির শিক্ষার্থী, বেসিক ভালো। মোটামুটি আশাবাদি, বাকিটা দেখা যাক।

দেলোয়ার সৌরভের সঙ্গে আলাপের মাঝেই ১২টার কিছুক্ষণ পরে পরীক্ষা শেষ করে বাইরে এলেন স্ত্রী ফারজানা ।

তিনি জাগো নিউজকে বলেন, প্রস্তুতি মাঝারি ছিল। প্রশ্নপত্রও মাঝারি ধরনের। কিছু প্রশ্ন খুব কঠিন হয়েছে। খুব বেশি আশাবাদি নই।

পাশেই অপেক্ষায় ছিলেন স্কুল শিক্ষিকা কনক রানী। তার মেয়েও পরীক্ষায় অংশ নিয়েছেন।

কনক রানী বলেন, আমার মেয়ের প্রস্তুতি মোটামুটি। আশা করি ভালো কিছু করবে।

কেএইচ/এমএইচআর/এমএস



Advertiser