শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

পাটুরিয়ায় উদ্ধারকাজে রুস্তম

পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া ফেরি উদ্ধারে সেখানে পৌঁছেছে ‘রুস্তম’। শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উদ্ধারকারী জাহাজ ‘হামজার’ সঙ্গে চতুর্থ দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ‘রুস্তম’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার অভিযানে সকাল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২টি ট্রাক-কার্ভাডভ‌্যান ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন জানান, উদ্ধার অভিযান চলছে। এ কাজে যোগ দিয়েছে ‘রুস্তম’। ডুবন্ত যানবাহনগুলো উদ্ধার শেষে ফেরি উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।

jagonews24

এর আগে বুধবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহী-কাভার্ডভ্যান ও মোটরসাইকেল নিয়ে আমানত শাহ নামের একটি রো রো ফেরি কাত হয়ে যায়। এতে ফেরিতে থাকা সব যানবাহন ডুবে যায়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন চার সদস্য ও নৌ-মন্ত্রণালয় সাত সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম



Advertiser