শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ভ্রমণের ‘লাল তালিকা’ থেকে সব নাম মুছে দিচ্ছে যুক্তরাজ্য

ভ্রমণ সংক্রান্ত লাল তালিকায় থাকা শেষ সাতটি দেশের নামও মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী মাসের প্রথম দিন থেকেই এ তালিকা থেকে মুক্তি পাচ্ছে দেশগুলো। ফলে এতদিন এসব দেশের ভ্রমণকারীদের যুক্তরাজ্যে পৌঁছে হোটেলে ১০দিন কোয়ারেন্টাইনে থাকার যে নিয়ম ছিল, তা আর থাকছে না। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

আগামী ১ নভেম্বর যুক্তরাজ্যের ভ্রমণ সংক্রান্ত লাল তালিকা থেকে মুক্তি পেতে যাওয়া দেশগুলো হচ্ছে কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, হাইতি, পানামা, পেরু ও ভেনেজুয়েলা। এসব দেশ থেকে ভ্রমণে আর কোনো উদ্বেগ নেই বলে মনে করছেন যুক্তরাজ্যের শীর্ষ মেডিক্যাল কর্মকর্তারা।

শ্যাপস বলেছেন, নতুন ভ্রমণবিধি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে গৃহীত হবে। তবে দেশগুলোকে যদি আবারও লাল তালিকায় পাঠানোর প্রয়োজন হয়, তার জন্য কয়েকশ’ হোটেল রুম প্রস্তুত রাখা হচ্ছে।

তিনি জানান, যুক্তরাজ্যের স্বীকৃত টিকা ব্যবহার হয়েছে এমন দেশের তালিকায় নতুন করে ৩০টি নাম যুক্ত করা হবে। এ নিয়ে এমন দেশের সংখ্যা ১৩৫টির বেশি হতে যাচ্ছে।

কেএএ/জিকেএস



Advertiser