সোমবার, ১ নভেম্বর, ২০২১

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ মো. ইউনুছ (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন।

সোমবার (১ নভেম্বর) ভোরে উপজেলার নয়াপাড়া ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালায় এপিবিএন সদস্যরা। পরে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ মো. ইউনুছকে আটক করা হয়। তার বিরুদ্ধে ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম



Advertiser