মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

আন্দোলনের সময় এসেছে: শ্যামল

দলের হাইকমান্ডকে কঠাের আন্দোলনের কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, এখন সময় এসেছে আন্দোলন করার। দেশনেত্রীকে মুক্ত করার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

বেলা ১টা ২০মিনিটে ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে শ্যামল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ অসুস্থ। অথচ এই স্বৈরশাসক আইনের দোহায় দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসা জন্য যেতে দিচ্ছে না। তারা নিজেরা আইন মানে না অথচ আইনের দোহায় দেয়।

‘সামনে যে আন্দোলনের ঘোষণা আসবে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।’

ঢাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ বক্তব্য দেবেন।

এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, রফিকুল আলম মজনু, আমিনুল ইসলাম, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, ফজলুর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলাল খান, জাকির হোসেন রোকন, আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কেএইচ/এমএইচআর/জেআইএম



Advertiser