রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চরকর্নেশন এলাকার জয় হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়েছে।

মাছটি দৌলতদিয়া ঘাটে বিক্রির জন্য নিয়ে আসলে সম্রাট শাজাহান শেখ নামের এক ব্যবসায়ী এক হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
সম্রাট শাজাহান শেখ জানান, জেলে জয় হালদারের কাছ থেকে ৩০ হাজার টাকায় মাছটি ক্রয় করি। একটু বেশি দামে বিক্রি করার জন্য দেশের বিভিন্ন স্থানের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুপুরের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে বলে তিনি জানান।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস
