সোমবার, ১ নভেম্বর, ২০২১

৩০২ কেজি হিরোইন পাচার: বাঁধনের জামিন আপিলে স্থগিত

৩০২ কেজি হেরোইন ও পাচঁ কেজি কোকেন পাচারের অভিযোগে আন্তর্জাতিক মাদক চোরাচালানী দলের সদস্য শেখ মোহাম্মদ বাঁধন ওরফে পারভেজকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে সোমবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল।

এর আগে মামলার মূল আসামি চয়েজ রহমানেরও জামিন আপিল বিভাগে বাতিল করা হয়েছিল। আজ বাঁধন শেখ পারভেজের জামিনও একইভাবে বাতিল করা হলো। হাইকোর্ট যে জামিন আদেশ দিয়েছিলেন সেটা পুরোপুরি বাতিল হলো বলে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এফএইচ/ইএ/জেআইএম



Advertiser