জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সোহেল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগ ও ব্যাচের শিক্ষার্থী আলিফ আমরিন মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) সংগঠনটির সদ্য-সাবেক সভাপতি এস এম সায়েম এক বিবৃতি এ তথ্য জানান।
তিনি জানান, করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যায় বন্ধ থাকলেও সংগঠনের কার্যক্রম ধীর গতিতে এগিয়ে গেছে। আগের কমিটি সফলভাবে ছাত্রদের সার্বিক সহায়তা করেছে। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের শিক্ষার্থীদের পারস্পরিক সর্ম্পক সুদৃঢ় করেছে।
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে সাংগঠনিক কার্যক্রম অব্যহত থাকবে।
এএইচ/জেআইএম