জয়পুরহাটের ক্ষেতলালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সাতটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
রোববার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের সাখিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ মণ্ডল বকুল অভিযোগ করেন, কর্মী-সমর্থকদের নিয়ে আনারস মার্কার নির্বাচনী প্রচার চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। পথে মহব্বতপুর গ্রামের সাখিদার পাড়া এলাকায় পৌঁছালে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামিমের কর্মীরা তাদের ওপর হামলা চালান। এ সময় বিদ্রোহী প্রার্থীরা প্রাণ ভয়ে পালিয়ে গেলে লোহার রড় ও হাতুড়ি দিয়ে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শামিম জানান, তার কর্মীদের আটকে রেখে এ ঘটনা বিদ্রোহী প্রার্থীর কর্মীরাই ঘটিয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
রাশেদুজ্জামান/আরএইচ/জেআইএম