সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। একদিন আগে সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি থাকলেও মঙ্গলবার কিছুটা বেড়ে হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, তামিলনাড়ু উপকূলের অদূরে শ্রীলঙ্কায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে কমরিন ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে মনোয়ার হোসেন বলেন, ‘এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’
রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আরএমএম/জেএইচ/জেআইএম