দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রামে সমাবেশ চলাকালীন হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে যান বিএনপি নেতারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের কালা মিয়া বাজার কেবি কনভেনশনে মাঠে এ ঘটনা ঘটে।
এর আগে দুপুর ১টার দিকে বিএনপির সমাবেশ শুরু হয়। সমাবেশ উপলক্ষে সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দেন। এ সময় নগরের শাহ আমানত সংযোগ সড়কে যানজটও সৃষ্টি হয়।
পরে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেন্দ্রঘোষিত এ সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা।
মিজানুর রহমান/ইএ/এমএস