কুয়েতের আল মুতলা এলাকায় একটি ভবন থেকে নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটি পুলিশ। রোববার (৩১ অক্টোবর) তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, একজন কুয়েতি নাগরিক তার প্লটে নির্মাণ কাজের ফলোআপের জন্য পরিদর্শনে যান। সেখানে তিনি লক্ষ্য করেন দুই প্রবাসী প্লটের একটির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।
কেন তারা কাজ করছে না তা খুঁজে বের করার জন্য তিনি তাদের মুখোমুখি হন। পরে পরিদর্শক জানতে পারেন তারা সেখানে কাজ করেন না। নির্মাণ সামগ্রী চুরি করতে এসেছিলেন।
পথচারীর সহায়তায় সন্দেহভাজন দুই বাংলাদেশিকে ধরে পুলিশে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত দুই প্রবাসীর পরিচয় পাওয়া যায়নি।
এমআরএম/এএসএম