নূর হোসেন রেইন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের সাথালিয়া গ্রামে ইউপি নির্বাচনী প্রতিহিংসার জেরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক সদস্য পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান (জেনারুল) সাথে একই গ্রামের ফুটবল প্রতীক সদস্য পদপ্রার্থী মাহবুর রহমান রতনের প্রতিহিংসার জেরে গত ২৩ ডিসেম্বর৷ ২০২১ ইং লোকজন রাতে মিজানুর রহমান জেনারুলের বাড়িতে অগ্নিসংযোগ করে।
পরে ফায়ার সার্ভিস কর্মী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিবারণ করিতেই সম্পূর্ণরূপে ঘর দরজা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় মোঃ সিরাজুল ইসলাম দুদু বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
The post সাঘাটায় ইউপি সদস্য পদ প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ appeared first on গোবি খবর.