শীতের ছবি
আঁকাবাঁকা মেঠোপথ
চলে গরুর গাড়ি
মিষ্টি রোদে শিশির কণা
খেলা করে ভারি।
সর্ষে ফুলে শিশির জমে
সূয্যিমামা হাসে
শীতল হাওয়া আত্মভরে
পল্লিজুড়ে ভাসে।
খেজুর গাছে রসের হাঁড়ি
বাঁধা সারিসারি
ভোরবেলা পল্লিবালা
পরে শীতল শাড়ি।
****
শীতের পরশ
ছাতিম তলা শীতের ছোঁয়া
খেজুর গাছে রস
শীতের পরশ কোমল দেহ
সদা খসখস।
ঘাসের ডগায় শিশির কণা
শীতল সারারাত
ঠান্ডা হাওয়া মেতে ওঠে
কুয়াশা প্রভাত।
পল্লিগাঁয়ে শীতল হাওয়া
সন্ধ্যা নামে তীরে
মাঠ পেরিয়ে হানা দেয়
রূপের পল্লি নীড়ে।
****
শীতের পিঠা
ঘরে ঘরে পিঠাপুলি
আত্মীয়তার ভিড়
রং-বেরঙের পিঠার সাথে
নতুন ধানের ক্ষীর।
চিতই পিঠা ভাপা পিঠা
আপ্যায়নে বেশ
দুধের পিঠা রসের পিঠা
পিঠার নাই শেষ।
রান্নাঘরে চালুন ভরা
পিঠা সারিসারি
মিষ্টি-মধুর শীতের পিঠা
খেতে লাগে ভারি।
এসইউ/এমএস