মোঃ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু হত্যার একমাত্র জীবিত ও প্রত্যক্ষ স্বাক্ষী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান।শুক্রবার বিকালে সখিপুরের ধোডাঙ্গাস্থ ভাষা সৈনিকের বাসভবন সংলগ্ন মাজারে উপস্থিত হয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিকের স্ত্রী কারিমুন নেছা, সুইডেনের রাজধানী ষ্টকহোমে কর্মরত প্রবীন ও প্রতিবন্ধী উন্নয়ন ইউনিটের সহকারী ব্যবস্থাপক শাহনাজ খান, নব-নির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ আরো অনেকে।
The post সাতক্ষীরায় ভাষা সৈনিকের মাজারে শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান appeared first on গোবি খবর.